
নবীকে ভালোবাসি তার নিদর্শন যেমন আমার মাঝে থাকা উচিত, ঠিক তেমনি আমার ঘর আমার প্রতিষ্ঠানেও ইসলামের নিদর্শন থাকা উচিত । তাহলে আমার পরিবেশ বলে দিবে আমি কেমন মুসলমান।
369 reviews
কুরআনে বর্ণিত হজরত আদম আঃ থেকে মুহাম্মদ সাঃ পর্যন্ত সকল নবীর তথ্য।
কোন নবী কার পরে এসেছেন কোন, কোন নবী কার সন্তান ছিলেন , কোন নবীর বাবা নবী ছিলেন, কোন নবীর পর বানু ইসরাইল বংশ শুরু হয়, কোন ব্যাক্তি থেকে কুরাইশ বংশের শুরু হয়। এই সকল আরও অনেক তথ্য খুব সহজে বুজতে পারার মতো করে শাজরা বা ট্রি ডিজাইন করা হয়েছে। সাধারণদেরও বুজতে অসুবিধা হবেনা।
কুরআনে মোট কয়টি সূরা এবং সকল সূরার নামের তথ্য।
কুরআনের কোন সূরা কোথায় নাজিল হয়েছে তার সকল তথ্য।
মহান আল্লাহ কোন নবীকে কোথায় বা কোন গোত্রের কাছে পাঠিয়েছেন তার তথ্য।
কুরআনে কোন নবীর নাম কতবার বর্ণিত হয়েছে তার তথ্য।
কুরআনে গুরুত্বপূর্ণ যে সকল ব্যাক্তির নাম বর্ণনা করা হয়েছে এবং কেন বর্ণনা করা হয়েছে তার তথ্য।
সকল নবীর নাম এর ক্যালিগ্রাফি এবং কালার অনুযায়ী ইনফরমেশন কোড করা হয়েছে।
পবিত্র কাবার ছবি যা, মসজিদে নববী এবং মসজিদুল আকসা।
এই সম্পূর্ণ প্রফেট ফ্যামিলি ট্রি টি সহজে বোঝার জন্য একটি ভিডিওতে বাংলায় বর্ণনা দেওয়া হয়েছে যা QR কোড স্ক্যান করে ভিডিওটি দেখতে পাবেন।
৩৩ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি চওড়া স্ট্যান্ডার বিগ সাইজ।
ফ্রেম হাই কোয়ালিটি চাইনা ফাইবার ম্যাটেরিয়ালস দিয়ে তৈরী। স্টিল পিন ক্লিপ বাইন্ডিং।
চাইনা গ্লাস ব্যবহার করা হয়েছে যা বাংলা গ্লাসের মতো ঘোলা হবেনা।
অটোম্যাটিক প্রেস মেশিন দ্বারা প্রিন্ট এবং ১৭০ gsm আর্ট পেপার ব্যবহার করা হয়েছে। সাথে গ্লোসি লেমিনেটিং।
এটি আপনার ঘর, অফিস ও প্রতিষ্ঠানের সৌন্দর্য ১০০% বাড়িয়ে দিবে।
আপনার ব্যক্তিত্ব ও আদর্শের প্রকাশ ঘটাবে আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের নিকট।
এখানে ইসলামের প্রচুর পরিমান তথ্য দিয়ে সাজানো হয়েছে যা হাজার হাজার টাকার কিতাব খুঁজে বের করা কষ্টসাধ্য, যা এক ফ্রেমে থেকেই জ্ঞানের সমৃদ্ধি করতে পারছেন।
আপনার সোনামনিদের ইসলামের আদি অন্ত ইতিহাসের ধারাবাহিকতা জানতে ও শিখতে সাহায্য করবে।
এটি আপনার ঘর, অফিস ও প্রতিষ্ঠানে সাজিয়ে রাখার কারণে আপনার আশেপাশের অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে। আপনার অজান্তেই আপনার ইসলাম প্রচার হবে । এর হাদিয়াতো আল্লাহই আপনাকে দিবেন।
আপনার মাদ্ধমে এই ইসলামিক প্রফেট ট্রি থেকে যত তথ্য মানুষ শিখবে যতদিন পর্যন্ত এটা দেখে দেখে মানুষ জ্ঞান অর্জন করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার নেকীর ভান্ডার সমৃদ্ধ হতে থাকবে বলে আমরা আশা করি, যদি নিয়ত থাকে ইসলাম প্রচারের ।
আপনি অন্যদের থেকে অনন্য তা প্রকাশ পাবে ব্যতিক্রম কিছু আপনার কালেকশনে থাকা, মানুষ তো কতকিছু দিয়ে ঘর বা প্রতিষ্ঠান সাজায়, কিন্তু আপনার কাছে থাকবে আনকমন তথ্যবহুল যা অন্যের কাছে নাই।
উত্তরঃ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর আমরা ব্যবসাকে ইবাদতের একটি মাদ্ধম হিসেবে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কারণ এর দ্বারা মানুষ আখেরাতের জ্ঞান অর্জন করতে পারবেন। আর আমাদের রিজিকের ব্যবস্থাও হবে তাই এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি।
আল্লাহ বলেন, ‘তোমার দায়িত্ব তো পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। ’ (সুরা রাদ, আয়াত : ৪০)
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। (সহীহ বুখারী ৩২১৫)
ইসলামি জ্ঞান বা ভালো কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ, শিক্ষার প্রচার ও প্রসারে সামান্য অবদানও গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক মুসলমানের উচিত অন্যের কাছে দ্বীনি কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করা ও নিজ পরিবারে শিক্ষা দেয়া।
আপনার বাড়ি, অফিস বা প্রতিষ্ঠান সাজিয়ে ফেলুন ইসলামিক প্রফেট ফ্যামিলি ট্রি দ্বারা। কেননা এর দ্বারা আপনার মাদ্ধমে ইসলামিক প্রফেট ফ্যামিলি ট্রি এর তথ্য যারাই দেখবে শিখবে তারাতো উপকৃত হবেই আর এর সওয়াব তো আল্লাহ আপনাকেই দিবেন।