আমরা অনেকেই এই ড্রেস গুলো কিনিনা কিন্তু বাচ্চাদের জন্য এই ড্রেসগুলোই আরামদায়ক, দামি দামি ড্রেস বাচ্চারা পরে থাকে কিন্তু দামি অনেক ফেব্রিক যা বাচ্চাদের জন্য স্বস্তিদায়ক হয়না অনেক সময় অস্বস্তির কারণ হয় কিন্তু বাচ্চারা তাদের অস্বস্তির কথা বলতে পারেনা। কিন্তু এই ড্রেসগুলো দাম কম হলেও বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। আমাদের সোনামনিরা আরামে থাকুক এটাইতো আমরা চাই। খুবই আরামদায়ক বেবি প্যাকেজ ডিজাইন একই ধরণের বিভিন্ন কালার হবে। নির্দিষ্ট কালার পিক করার কোনো অপশন নাই। তবে প্রতিটি কালারই খুব সুন্দর যা দেখতেই পাচ্ছেন।